साइबर सुरक्षा क्या है

সাইবার সিকিউরিটি কি

সাইবার সিকিউরিটি কি?

উত্তর : সাইবার সিকিউরিটি হলো এমন একটি প্রক্রিয়া যেখানে networks, devices বা প্রোগ্রাম গুলোকে যেকোনো ধরণের Cyber Attack  থেকে রক্ষা করা হয়।

সাইবারের অপরাধগুলো কি কি?

উত্তর : সাইবারের কিছু সাধারণ অপরাধ রয়েছে সেগুলো যেমন,

  • ডাটা চুরি করা।
  • নেটওয়ার্ক হ্যাক করা।
  • কম্পিউটার বা ডিভাইস হ্যাক করা।
  • অবৈধ ভাবে সিস্টেমে প্রবেশ করে ডাটা নষ্ট করা।
  • Social Network Fraud
  • Identity চুরি করা
  • Servers hack বা destroy (ধ্বংস) করা।
  • বিভিন্ন Virus ছড়ানো ইত্যাদি।

এগুলোর বাইরেও অনেক ধরণের cyber crime রয়েছে যেগুলো  প্রযুক্তি ও ইন্টারনেটের মাধ্যমে করা হচ্ছে।

সাইবার সিকিউরিটি কিভাবে কাজ করে?

উত্তর : Cyber security সেবা প্রদান করার জন্য Cyber Security expert দের একটি দল বা সংগঠন থাকেন যারা বিভিন্ন ধরণের programs, hardware,  software বা ইত্যাদি ব্যবহার করে আমাদের computer,  network ও device ইত্যাদির মধ্যে কিছু সুরক্ষা স্তর যোগ করেন। এই (সুরক্ষা স্তর) গুলো যোগ করার ফলে আমাদের Computer System,program, Network, , data ইত্যাদি গুলো সুরক্ষিত থাকে এবং হ্যাকার রা কোনো ধরণের ক্ষতি করতে পারেনা।

এই প্রক্রিয়ার মাধ্যমে একটি কম্পিউটার সিস্টেমের এর সমস্যা ও দুর্বলতা গুলোকে খুঁজে বের করা হয়। security violations থেকে system টিকে রক্ষা করা হয়।

সাইবার সিকিউরিটি কি

সাইবার সিকিউরিটি কেন জরুরী ?

  • উত্তর : আমাদের কম্পিউটারে থাকা  তথ্য, ফাইল ও ডাটা ইত্যাদি গুলোকে সুরক্ষিত রাখার জন্য সাইবার সিকিউরিটি জরুরি।
  • বর্তমানে  Hackers এবং Cyber criminals দের সংখ্যা  বৃদ্ধি পেয়েছে এবং তাদের মাধ্যমে (digital environment) এর মধ্যে প্রচুর অপরাধ হয়ে থাকে। তাই, Cyber Security  দ্বারা এই ধরণের hackers দের থেকে সুরক্ষিত থাকা যাবে।
  • বিভিন্ন Banking এবং financial data গুলোকে সুরক্ষিত রাখার জন্য Cyber Security অনেক জরুরি। কারন বর্তমানে প্রায়ই অবৈধ ভাবে ব্যক্তির bank account থেকে digitally টাকা চুরি করা হয়।
  • National security এবং দেশের defense system সুরক্ষিত রাখার ক্ষেত্রে Cyber Security অনেক জরুরি।

বর্তমানে বেশিরভাগ সরকারি এবং বেসরকারি দপ্তরে যেকোনো কাজ ইন্টারনেটের মাধ্যমেই করা হয়। এক্ষেত্রে তাদের তথ্য সুরক্ষিত রাখার জন্য Cyber Security  প্রয়োজন।

সাইবার সিকিউরিটি প্রকার গুলো কি কি ?          

1.    উত্তর : Application security

2.    Email Security

3.    Data loss prevention (DLP)

4.    Network & gateway security

5.    Network access control (NAC)

6.    Antivirus Security

সাইবার সিকিউরিটি কি

সাইবার সিকিউরিটি কি 

সাইবার সিকিউরিটির লাভ ও সুবিধা গুলো কি?

Ø উত্তর : যেকোনো Device এর মধ্যে বিভিন্ন রকমের threats গুলো আক্রমণ করতে পারে।

Ø যেমন,, adware, malware, virus, worms ইত্যাদি। এই ধরণের virus এবং malware গুলোর থেকে হতেপারা ক্ষতির থেকে বাঁচতে পারবেন।

Ø Network এর মধ্যে সুরক্ষা প্রদান করা হয় এবং threats গুলোকে নেটওয়ার্ক এর মধ্যে ঢুকতে দেওয়া হয়না

Ø Online transaction গুলোকে সুরক্ষিত ভাবে করা সম্ভব হয়।

Ø জরুরি ডাটা ও তথ্য গুলো চুরি হওয়ার থেকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়।

সাইবার সিকিউরিটি কি

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *